প্রয়াগরাজে পুরনার্থীদের নিরাপত্তা নিয়ে সচেতন ছিল না উত্তরপ্রদেশ সরকার।- স্বামী পরমাত্মানন্দজি মহারাজ

নিজস্ব প্রতিবেদন:-মঙ্গলবার শাহী স্নানের দিন প্রয়াগ রাজ এ দশজন পূর্ণর্থীর পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে আর এই মৃত্যুর জন্য উত্তর প্রদেশ সরকারের অবহেলাকে দায়ী করেছেন পঞ্চায়েতি মহা নির্মাণ আখড়ার মহা মন্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি কুম্ভ নিয়ে ঢালাও প্রচার করলেও পূর্ণার্থীদের নিরাপত্তা নিয়ে যে যোগী আদিত্যনাথের সরকার যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি এই ১০-পূর্নার্থের মৃত্যুই তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল  বলে মনে করছেন পরমাত্মানন্দজি। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় কয়েক কোটি মানুষ   আসলেও মূলত রাজ্য সরকারের সঠিক ব্যবস্থাপনার কারণে এই ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি বলে মনে করছেন মহামন্ডল ঈশ্বর। তিনি বলেন," আমাদের এখানে গঙ্গাসাগরে ও কয়েক কোটি মানুষ আসেন গঙ্গাসাগর মেলায় কিন্তু সেখানে এই ধরনের কোন দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি শুধুমাত্র এই রাজ্যের প্রশাসনের সুব্যবস্থার ফলে।" 
 মঙ্গলবার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে তার নিজের লেখা শ্রীবিদ্যা সবার্যবিধির বইটির উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন স্বামী পরমাত্মানন্দ জি। শ্রী পঞ্চায়েতি মহানির্বানী আখড়ার মহামন্ডলশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ 
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরমাত্মানন্দ আরো বলেন "উত্তরপ্রদেশের প্রশাসনের এই সমস্ত নিহত এবং আহত পূন্নার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এত ভিড় হবে সেটা আমরা সন্তু সমাজের পক্ষ থেকেও বলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী কুম্ভ মেলায় গিয়ে পৌঁছেছেন।তাদের আত্মীয়-স্বজনকে আশ্বস্ত করতে উত্তরপ্রদেশের প্রশাসনের অবিলম্বে মৃত ও আহত
মানুষদের তালিকা তৎসহ নিখোঁজ এর তালিকা ইত্যাদি প্রকাশ্যে আনা উচিত।  পরমাত্মানন্দ বলেন, "উত্তরপ্রদেশের প্রশাসনের এই সমস্ত নিহত এবং আহত পূন্নার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এত ভিড় হবে সেটা আমরা সন্তু সমাজের পক্ষ থেকেও বলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী কুম্ভ মেলায় গিয়ে পৌঁছেছেন।তাদের আত্মীয়-স্বজনকে আশ্বস্ত করতে উত্তরপ্রদেশের প্রশাসনের অবিলম্বে মৃত ও আহত
মানুষদের তালিকা তৎসহ নিখোঁজ এর তালিকা ইত্যাদি প্রকাশ্যে আনা উচিত। বহু মানুষ তাদের পরিবার-পরিজনের সঙ্গে কোন যোগাযোগ করতে পারছেন না সেই জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। আমরা স্নানের জন্য অসংখ্য ঘাট তৈরি করার আবেদন করেছিলাম। প্রশাসনের উচিত ছিল সব ঘাট গুলোকে ব্যবহার করে  ভীড়টাকে ম্যানেজ করা। "

Popular posts from this blog

Students of Orchids The International School learn about The 4 Rules of Cybersecurity: Security, Safety, Well-being and Privacy

রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবারের সুস্থতায় পুষ্টিকর জলখাবারের ভূমিকা উদ্ঘাটন

Narayana Hospital, Barasat, Saves a Stroke Patient with Successful Rare Heart Tumour Surgery