ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা
রবিবার ৩১শে আগস্ট ২০২৫ তারিখে শরৎ সদনের (হাওড়া ময়দান) কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পর, পদাধিকারীও নির্বাচিত হন।
শ্রী প্রভুনাথ শর্মা (চেয়ারম্যান)
শ্রী অনিল শর্মা (সভাপতি)
শ্রী দীনেশ শর্মা (সহ-সভাপতি)
শ্রী সঞ্জীব শর্মা (সহ-সভাপতি)
শ্রী ব্রিজ মোহন শর্মা (সম্পাদক)
শ্রী রাজেশ্বর শর্মা (সহ-সচিব)
শ্রী সঞ্জয় শর্মা (সহ-সচিব)
শ্রী সাগর বিশ্বকর্মা (কোষাধ্যক্ষ)
শ্রী তীর্থরাজ বিশ্বকর্মা
(সহ-কোষাধ্যক্ষ)
শ্রী কানহাইয়ালাল শর্মা
(সোশ্যাল মিডিয়া ডিরেক্টর)
নিযুক্ত হন।
সমাজের অগ্রগতির জন্য নতুন সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন। এই কর্মসূচি ৩ বছরের জন্য নির্ধারিত হবে। সমাজের তরুণ প্রজন্মের বিশ্বকর্মা নারী এবং যুবকদের সাথে সংযোগ স্থাপনের প্রচেষ্টা করা হবে। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের সাথে দেখা করা হবে।