মাসিক পেমেন্টের সুবিধাসহ ইন্স্যুরেন্স অফার করতে স্টার হেলথ ইন্স্যুরেন্সের সাথে পার্টনারশিপ গড়ল PhonePe-UPI অটোপে সুবিধার মাধ্যমে অতিরিক্ত সুযোগ ও সুবিধা

ন্যাশনাল: 2024, PhonePe আজ স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (স্টার হেলথ ইন্স্যুরেন্স), ভারতের বৃহত্তম রিটেল হেল্থ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপ ঘোষণা করেছে, যাতে কাস্টমারদের মাসিক ও বার্ষিক পেমেন্টের সুবিধা দিয়ে হেল্থ ইন্স্যুরেন্স দেওয়া যায়। এই পার্টনারশিপের মাধ্যমে, PhonePe ইউজাররা এখন PhonePe অ্যাপে ₹1 কোটি পর্যন্ত কভারেজ সহ ‘স্টার কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স পলিসি’ পেতে পারবেন। আগে তার মোটর ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলি নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করার পরে, এই লঞ্চের মাধ্যমে, PhonePe তার ইউইজারদের জন্য হেল্থ ইন্স্যুরেন্স বিভাগে উপলভ্য সুবিধাগুলিকে আরও প্রসারিত করেছে৷
এই পার্টনারশিপের মাধ্যমে, প্রথমবার স্টার হেলথ ইন্স্যুরেন্সের কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স কাস্টমারদের মাসিক প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান অফার করবে, যা PhonePe-এর হাত ধরে এগিয়ে চলবে – ইন্ডাস্ট্রিতে এই ধরনের উদ্যোগ প্রথম। ইউজাররা UPI অটোপে ম্যান্ডেটের মাধ্যমে তাদের প্রিমিয়াম দিতে এবং অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন। এই পদক্ষেপটি নেওয়ার পিছনে যে দৃষ্টিভঙ্গি কাজ করেছে, তা হল ছোট মাসিক পেমেন্ট ইউজারদের আর্থিক বোঝা কমিয়ে দেয় এবং তাদের আর্থিক বোঝা না বাড়িয়ে বেশি কভারেজের ইন্স্যুরেন্স নিতে সাহায্য করে।

স্টার কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স পলিসি একটি পাওয়ার-প্যাকড ইন্স্যুরেন্স প্ল্যান, যার সুবিধাগুলির মধ্যে রয়েছে সবচেয়ে জনপ্রিয় OPD ও মাতৃত্বকালীন কভারেজ। PhonePe-এর ইউজারদের নিয়ে পরিচালিত বাজার গবেষণা থেকে দেখা যায় যে হেল্থ ইন্স্যুরেন্স কেনার সময় কাস্টমাররা এই দুটি সুবিধা সবচেয়ে বেশি পছন্দ করেছেন। স্টার কম্প্রিহেনসিভ হেলথ ইন্স্যুরেন্স পলিসি একটি সর্বাঙ্গীন পলিসি, যার ইন্স্যুরেন্সের পরিমাণ ₹1 কোটি টাকা পর্যন্ত উপলভ্য। পলিসিটি রোড অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স খরচ, সর্বোচ্চ সীমা পর্যন্ত আউট পেশেন্টের চিকিৎসা পরামর্শ, দাঁত ও চোখের চিকিৎসার জন্য আউট পেশেন্টের কভারেজ, ডেলিভারির খরচ, অঙ্গদাতা বা অর্গান ডোনারের খরচ, নবজাতক শিশুদের জন্য কভারেজ, যা জন্মের প্রথম দিন থেকে যে কোনও জন্মগত ব্যাধি সহ কভারেজ এবং শিশুর এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নবজাতকের টিকাদানের খরচ কভার করে। ইন্স্যুরেন্সের পরিমাণে মানসিক সুস্থতা কভার করা হয়। পলিসিটি ডে কেয়ার পদ্ধতির জন্য কোনও সাব-লিমিট আরোপ করে না। দুর্ঘটনাজনিত মৃত্যু ও স্থায়ী সার্বিক প্রতিবন্ধকতা ₹1 কোটি পর্যন্ত কভার করা হয়।

স্টার কম্প্রিহেনসিভ হেলথ ইন্স্যুরেন্স পলিসি ওয়েলনেস প্রোগ্রামও অফার করে, যা প্রিমিয়াম ও কন্ডিশন ম্যানেজমেন্ট প্রোগ্রামে ছাড় দেয়। এছাড়া, পলিসিটি একটি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, 100% পর্যন্ত ইন্স্যুরেন্স পরিমাণের স্বয়ংক্রিয় পুনরুদ্ধার এবং একটি কিউমুলেটিভ বোনাস দেয়, যা বিমার মূল পরিমাণের 100% পর্যন্ত প্রদেয়।

পার্টনারশিপের বিষয়ে PhonePe ইন্স্যুরেন্সের CEO, বিশাল গুপ্তা বলেন, "স্টার হেলথের সাথে এই পার্টনারশিপের বিষয়ে PhonePe খুবই উৎসাহী৷ PhonePe-র ডিস্ট্রিবিউশন, কাস্টমার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও সহজ DIY যাত্রার সাথে স্টারের বিভিন্ন সুবিধা দেশে ইন্স্যুরেন্স গ্রহণ ও দেশের মানুষের কাছে পৌঁছে যেতে অত্যন্ত সাহায্য করবে। আমাদের লক্ষ্য হল ভারতকে কম বিমাকৃত দেশ থেকে এমন একটি দেশে পরিণত করা, যেখানে লোকজনের কাছে পর্যাপ্ত বিমা থাকবে। স্টারের সাথে এই পার্টনারশিপকে এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসাবে দেখছি।"

পার্টনারশিপের বিষয়ে, স্টার হেলথ ইন্স্যুরেন্সের MD ও CEO, আনন্দ রায় বলেন, “আমরা PhonePe-এর সাথে পার্টনারশিপ করতে পেরে খুবই আনন্দিত এবং কমবয়সী ও মধ্যবয়সীদের হেল্থ ইন্স্যুরেন্স অফার করতে পেরে উত্তেজিত, কারণ এই বয়সের লোকজন ডিজিটাল কাজকর্মের সাথে পরিচিত। স্টার হেলথ ইন্স্যুরেন্স ও PhonePe-র পার্টনারশিপ কাস্টমারদের একটি সমস্যাহীন পেমেন্টের সুবিধা দেবে, যা আর্থিকভাবে সহজ এবং সেই সঙ্গে তাদের সুস্থতার চাহিদা পূরণ করবে। বর্তমানে, হেল্থ ইন্স্যুরেন্স একটি প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। দেশে চিকিৎসার মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে, একজন ব্যক্তির জীবনের প্রতিটি পর্যায়ে সুরক্ষা দিতে পারে, এমন একটি সার্বিক স্বাস্থ্য কভার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্টারে, আমরা আমাদের কাস্টমারদের সুস্থ রাখতেই বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে, আমাদের পলিসি কিনছেন এমন কাস্টমাররা শুধু বিমা পাবেন না, বরং বিনামূল্যে টেলিকনসালটেশন, হোম কেয়ার, নিউট্রিশনিস্ট ইত্যাদি অন্যান্য পরিষেবাগুলিও পাবেন। আমরা এই পার্টনারশিপের মাধ্যমে ডিজিটালভাবে সকলের নাগালে পৌঁছনোর বিষয়ে উন্মুখ হয়ে আছি।"

ইউজাররা PhonePe অ্যাপের মাধ্যমে Health Insurance/হেলথ ইন্স্যুরেন্স বিকল্পে ক্লিক করে, বিমা করার জন্য সদস্যদের বেছে নিয়ে, বিমা করার জন্য পছন্দসই পরিমাণ ও পেমেন্টের মেয়াদ বেছে পলিসিটি কিনতে পারেন। এখানে, তারা হয় মাসিক EMI বা বার্ষিক পেমেন্ট বেছে নিতে পারেন এবং তারপর তাদের পছন্দসই পলিসি বেছে নিতে পারে। পলিসি বেছে নেওয়ার পরে, কাস্টমারকে নিজেদের বিবরণ পূরণ করতে হবে, যেমন নাম, বয়স ও লিঙ্গ, তারপর বিমা করা সমস্ত সদস্যের স্বাস্থ্যের ইতিহাস দিতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে, একটি নিয়ন্ত্রক বাধ্যতামূলক নো ইওর কাস্টমার (KYC) ফর্ম ও ঘোষণা পূরণ করতে হবে।

স্টার হেলথ, PhonePe-এর সাথে যৌথভাবে, তার ইনডেমনিটি ও বেনিফিট প্রোডাক্টগুলিতে এই ধরনের আরও উদ্ভাবনী অফার নিয়ে আসার পরিকল্পনা করেছে।

PhonePe গ্রুপ সম্বন্ধে:
PhonePe গ্রুপ ভারতের শীর্ষস্থানীয় ফিনটেক কোম্পানি। এর ফ্ল্যাগশিপ পণ্য, PhonePe ডিজিটাল পেমেন্ট অ্যাপ, আগস্ট 2016-তে লঞ্চ করা হয়েছিল। মাত্র 7 বছরে, কোম্পানিটি 520+ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার এবং 38 মিলিয়ন মার্চেন্টদের একটি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার নেটওয়ার্কসহ ভারতের শীর্ষস্থানীয় কনজিউমার পেমেন্ট অ্যাপে পরিণত হয়েছে। এছাড়াও PhonePe USD 1.5+ ট্রিলিয়নের বার্ষিক মোট পেমেন্ট ভ্যালু (TPV) সহ 230+ মিলিয়ন দৈনিক লেনদেন প্রক্রিয়া করে।

ডিজিটাল পেমেন্টে এর নেতৃত্বের পাশাপাশি, PhonePe গ্রুপ আর্থিক পরিষেবার (বিমা, লোন, সম্পদ) পাশাপাশি নতুন কনজিউমার টেক বিজনেসে (Pincode - হাইপারলোকাল ই-কমার্স ও Indus অ্যাপ স্টোর - ভারতের প্রথম স্থানীয় অ্যাপ স্টোর) নিজেদের প্রসারিত করেছে। PhonePe গ্রুপের হেডকোয়ার্টার রয়েছে ভারতে, যেখানে প্রতিটি ভারতীয়কে অর্থের প্রবাহ ও পরিষেবাগুলির সুবিধা দিয়ে তাদের অগ্রগতি ত্বরান্বিত করার সমান সুযোগ দেওয়ার জন্য কোম্পানির দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যবসায়িক ধারণা রয়েছে৷

বিস্তারিত জানতে: media@phonepe.com

স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স সম্বন্ধে:
স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স কোং লিঃ (BSE:543412 | NSE:STARHEALTH) ভারতের বৃহত্তম রিটেল হেল্থ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিটি 2006 সালে ভারতের প্রথম স্বতন্ত্র হেল্থ ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে স্বাস্থ্য, ব্যক্তিগত দুর্ঘটনা ও বিদেশে ভ্রমণের বিমা নিয়ে কাজ শুরু করে। কোম্পানি তার কাস্টমারদের সর্বোত্তম সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পরিষেবার উৎকর্ষতা ও পণ্য উদ্ভাবনের উপর লক্ষ রাখার জন্য তার বিশাল সম্পদ ব্যবহার করে। স্টার হেলথ ব্যক্তি, পরিবার ও কর্পোরেটদের জন্য অনেক ইন্ডাস্ট্রি-ফার্স্ট ও উদ্ভাবনী হেল্থ ইন্স্যুরেন্স প্রোডাক্ট চালু করেছে। স্টার হেলথ বহু আর্থিক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কে একটি বিশিষ্ট ব্যাঙ্ক্যাস্যুরেন্স কোম্পানি।

31 ডিসেম্বর 2023 পর্যন্ত, সারা ভারতে স্টার হেলথের 877টি শাখা অফিস রয়েছে। ভারতে কোম্পানির 14,203টি নেটওয়ার্ক হাসপাতাল রয়েছে। কোম্পানির 6.84 লক্ষ এজেন্টের একটি বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে, যা বিমা খাতে বৃহত্তম। আর্থিক বর্ষ 23-এ, স্টার হেলথের মোট লিখিত প্রিমিয়াম ছিল ₹12,952 কোটি এবং নেট মূল্য ₹5,430 কোটি৷
 

Popular posts from this blog

ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা

Narayana Hospital, Barasat, Saves a Stroke Patient with Successful Rare Heart Tumour Surgery

Tata Motors Inaugurates Advanced Vehicle Scrapping Facility in KolkataThe state-of-the-art facility has an annual capacity to scrap 21,000 end-of-life vehicles