Baba Saheb Ambedkar Education University র দুর্নীতির বিরুদ্ধে West Bengal Teachers Training Association -র পক্ষ থেকে সরকারের কাছে দাবী

১. দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের VC, Deputy Registrar, Finance Officer এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন কর্মীবৃন্দ দ্বারা Affiliation, পরীক্ষা পদ্ধতি, বিভিন্ন কলেজে পরীক্ষা সিট ফেলা, এবং বেসরকারি কলেজগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার নামে যথেচ্ছ দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত করা।
৩. প্রতিবছর Affiliation এর নাম করে বেসরকারি বি.এড কলেজগুলি থেকে ৩ লক্ষ্য থেকে ১২ লক্ষ্য পর্যন্ত টাকা নিয়ে কলেজগুলিকে Affiliation দেওয়ার পূর্ন তদন্ত চাই। ইচ্ছাকৃত ভাবে কলেজগুলির বিভিন্ন ত্রুটি দেখিয়ে Affiliation এর নামে এই ঘুস নেওয়া বন্ধ করতে হবে।
৪. বেসরকারী বি.এড কলেজগুলিতে পরীক্ষার সিট ফেলার নাম করে লক্ষ্য লক্ষ্য টাকা ঘুস নিয়ে কলেজের পরীক্ষার পরিকাঠামো না থাকলেও সেই কলেজগুলিতে পরীক্ষার সিট ফেলা বন্ধ করতে হবে।
৫. NCTE – র নিয়ম না মেনে বিশ্ববিদ্যালয় Interview এর মাধ্যমে বেসরকারি বি.এড কলেজগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার যে পদ্ধতি তা অবিলম্বে বন্ধ করতে হবে। NCTE – র নিয়ম অনুযায়ী Interview Process  করাতে হলে কলেজগুলি দ্বারা একটি সিলেকশন কমিটি তৈরী হয় যেখানে চেয়ারম্যান হিসেবে বিশ্ববিদ্যালয় দ্বারা নিযুক্ত একজন নমিনি থাকেন, যিনি চেয়ারম্যন হিসেবে বিবেচিত হন এবং Interview পদ্ধতি কলেজেই হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কোন রকম সিলেকশন কমিটি তৈরী না করে কলেজের কোন প্রতিনিধিকে না নিয়ে Interview পদ্ধতি করার এবং যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন Interview তে উপযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বাদ দিয়ে দেওয়া হয়।Affiliation এর সময় চাওয়া ঘুস না দিলে Interview তে যোগ্য শিক্ষকদের বঞ্চিত করা হয়। এবং কলেজে কম শিক্ষক আছে বলে , কলেজকে Affiliation থেকে দূরে রাখা হয়। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে, এবং Interview Process  কলেজগুলিতে করাতে হবে।
৬. সেমিষ্টার পরীক্ষাগুলিতে অনলাইন এর মাধ্যমে পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্ন পাঠানো হয়(যে প্রশ্নগুলি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কারনে পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা পূর্বে ফাঁস হয়ে যাস)। সেই প্রশ্ন গুলি কলেজগুলি প্রিন্ট করে ১০০ জনের বার করতে করতে ৪৫ মিনিট লেগে যায়, এবং পরীক্ষা শুরু হতে হতে আরও ১ ঘণ্টা নষ্ট হয়ে যায়, যে পরীক্ষা শুরু হওয়ার কথা ১২ টা থেকে সেই পরীক্ষা শুরু হয় ১ টার সময়। অবিলম্বে থানা মারফৎ প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা সময়মত শুরু এবং স্বচ্ছতা রেখে পরীক্ষা করার দাবী জানানো হচ্ছে।
৭। গোটা ভারতবর্ষে বি.এড কলেজগুলির ক্ষেত্রে মহামান্য সুপ্রীম কোর্টের Affiliation সংক্রান্ত যে নিয়মাবলী আছে তা অবিলম্বে চালু করতে হবে। মহামান্য সুপ্রীম কোর্টের আদেশ অনুসারে Affiliation প্রক্রিয়া প্রতি বছর ১০ ই মার্চের মধ্যে শেষ করার নিয়ম , কিন্তু বিশ্ববিদ্যালয়ের VC, Deputy Registrar, Finance Officer এবং তাদের তৈরী করা দালালচক্রের Affiliation এর নাম করে লক্ষ্য লক্ষ্য টাকা আদায়ের উদ্দ্যেশ্যে সুপ্রীম কোর্টের নির্দেশ কে লঙ্ঘন করে চলেছে। Affiliation সংক্রান্ত সুপ্রীম কোর্টের নির্দেশকে অবিলম্বে চালু করতে হবে। West Bengal Board of Primary Education এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্যবিদ্যালয়ের ন্যয় Affiliation এর Renewal প্রক্রিয়া প্রতি তিনবছর অন্তর করার দাবী জানাই।
৮. বিশ্ববিদ্যালয় দালালচক্র মুক্ত স্বচ্ছ শিক্ষাঙন করার আমরা দাবী জানাই।
৯. বিশ্ববিদ্যালয়ে Bouncer  মুক্ত প্রশাষন চাই।
১০.বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রতিবছর Convocation করার দাবী জানাই।
১১. মাত্র ৫০ জনের কম কর্মী নিয়ে গোটা পশ্চিমবঙ্গে ৬২৪ টি কলেজকে পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় যে ধরনের আরাজক্তা , অসহযোগীতা এবং কলেজগুলিকে নিয়ে ছিনিমিনি খেলার যে প্রবণতা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
১২. পূর্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত বি.এড কলেজগুলি ছিল সেই কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের অধীনে সুষ্ঠু ভাবে পরিচালিত হত, কিন্তু ৬২৪ টি বি.এড কলেজকে একই ছাদের তলায় আনার জন্য যে দুর্নীতি তৈরি হয়েছে, কলেজগুলির এবং ছাত্রছাত্রীদের স্বার্থে হয় তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবী জানাই অথবা বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের একটি করে শাখা তৈরি করার দাবী জানাই।
১৩. বি.এড কলেজগুলিতে শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্যতা Master Degree, B.Ed., M.Ed., NET or SET এই যোগ্যতা NCTE দ্বারা নির্ধারন করা আছে কিন্তু এই যোগ্যতার শিক্ষক গোটা পশ্চিমবঙ্গে না থাকার জন্য শিক্ষক পাওয়া দুষ্কর হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কে Recruitment এর জন্য বারংবার চিঠি করা হলেও একাধিক কলেজে Interview Date সময়মত পাচ্ছেনা। গোটা Interview পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে নিজের হাতে রাখার জন্য কলেজগুলি সময়মত শিক্ষক নিয়োগ করতে পারছে না। গোটা Interview পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের হাতে থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মীবৃন্দ ৪০ থেকে ৫০ হাজার টাকার বিনিময় কলেজগুলিকে দ্রুত Interview এর Date দিচ্ছে। যে সকল কলেজ ৪০-৫০ হাজার টাকা দিতে অস্বীকার করছে তারা ৬-৮ মাস পর Interview এর Date পাছে। অবিলম্বে এই দুর্নীতি বন্ধ করতে হবে।
১৪. দুর্নীতিগ্রস্থ অস্থায়ী ভি.সি, ডেপুটি রেজিস্ট্রার, ফাইনান্স অফিসার এবং এদের দ্বারা যারা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করছে আমরা অবিলম্বে তাদের অপসারণের দাবী জানাচ্ছি।
15. Affiliation এর জন্য ভি.সি. এবং ফাইনান্স অফিসার দ্বারা নির্ধারিত ঘুসের টাকা না দেওয়ার কারনে কলেজগুলিকে পেছনে কোর্টে কেসের জন্য সরকারী কোটি কোটি টাকা খরচ করে কলেজগুলিকে বন্ধ করার ঘৃন্য চক্রান্ত করার বিরুদ্ধে আমরা তদন্তের দাবী জানাচ্ছি।
১৬. ভি.সি, ফাইনান্স অফিসার, কিছু দালালচক্র এবং একদল আইনজীবীর মিলিত সিন্ডিকেট রাজ বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে দূর করার দাবী জানাচ্ছি।

Popular posts from this blog

ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা

Narayana Hospital, Barasat, Saves a Stroke Patient with Successful Rare Heart Tumour Surgery

Tata Motors Inaugurates Advanced Vehicle Scrapping Facility in KolkataThe state-of-the-art facility has an annual capacity to scrap 21,000 end-of-life vehicles