কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৫তম ফেডারেশন কাপ বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ ২০২৬কলকাতা | নিজস্ব সংবাদদাতা
ভারতীয় বডিবিল্ডিং জগতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬ কলকাতার ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ১৫তম ফেডারেশন কাপ ২০২৬—সিনিয়র মেনস বডিবিল্ডিং, স্পোর্টস ফিজিক ও উইমেন্স মডেল অ্যান্ড ফিটনেস ফিজিক চ্যাম্পিয়নশিপ।
এই প্রতিযোগিতার আয়োজন করছে ওয়েস্ট বেঙ্গল বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক অ্যাসোসিয়েশন, সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন (IBBF)। দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও সরকারি ক্রীড়া বোর্ডের অধিভুক্ত ক্রীড়াবিদরা এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এই উপলক্ষে IBBF-এর পক্ষ থেকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্রীড়া সংস্থা, বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সরকারি ক্রীড়া বোর্ডগুলিকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতা কেবল শক্তি ও সৌন্দর্যের প্রদর্শনী নয়, বরং শৃঙ্খলা, অধ্যবসায় ও ক্রীড়া-সংস্কৃতির এক মহামিলন ক্ষেত্র।
IBBF-এর প্রেসিডেন্ট স্বামী রমেশ কুমার এবং জেনারেল সেক্রেটারি চেতন এম. পাঠারে জানান, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে জাতীয় স্তরে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে ধরাই মূল লক্ষ্য। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী জয়ন্ত ঘোষ ও তাঁর টিমের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ফেডারেশনের পক্ষ থেকে সকল ক্রীড়া সংস্থা ও অ্যাথলিটদের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে এই জাতীয় স্তরের ক্রীড়া আসরটি এক স্মরণীয় ও সফল ইভেন্টে পরিণত হয়।