প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীরের ৩৭টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন
কলকাতা,১৬ জানুয়ারি ২০২৬ :- আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই মহাযজ্ঞকে সামনে রেখে বাংলার ১৬৬ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দেব সাহিত্য কুটীর পাঠকদের জন্য এক বিশেষ সাহিত্য উপহার নিয়ে হাজির হল। প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল সংস্থার ৩৭টি নতুন গ্রন্থ।
চলচ্চিত্র সম্রাট উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে স্মৃতিময় গ্রন্থ ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’। এছাড়াও প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে—
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘অঞ্জলি’,
দীপঙ্কর বিশ্বাসের ‘নতুন ঠাকুমার ঝুলি’,
‘ছবিতে ছোটদের মহাভারত’,
‘বিলির বুট (২)’ সহ আরও নানা স্বাদের মোট ৩২টি নতুন বই।
এই বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য—
ড. গৌরী দে,
‘শুকতারা’ পত্রিকার সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজর্ষি মজুমদার,
‘নবকল্লোল’ পত্রিকার সম্পাদক ও ডিরেক্টর শ্রীমতি রাজিকা মজুমদার,
লেখক ও চিকিৎসক রবীন চক্রবর্তী,
লেখক হিমাদ্রীকিশোর দাশগুপ্ত,
সৈকত মুখোপাধ্যায়,
জয়দীপ চক্রবর্তী,
চঞ্চল কুমার ঘোষ,
মনোজিৎ গাইন,
প্রসূন ব্যানার্জি,
ডা. সুদীপ চৌধুরী,
ডা. সিদ্ধার্থ ঘোষ,
লেখিকা সুদীপা চৌধুরী সহ আরও বহু বিশিষ্ট লেখক ও সাহিত্যিক।
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন স্বপ্নাঞ্জন গোস্বামী।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেব সাহিত্য কুটীর আবারও প্রমাণ করল যে তারা বাংলা সাহিত্যের ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন রচনায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।