JIS Spirit 2026-এর শুভ সূচনা: সৃজনশীলতা ও প্রতিভার মিলনমেলায় উজ্জ্বল JIS গ্রুপ
কলকাতা | ৭ জানুয়ারি ২০২৬:- JIS গ্রুপ অব কলেজেস-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সূচনা হল বহুল প্রতীক্ষিত তিনদিনব্যাপী আন্তঃপ্রতিষ্ঠান সাংস্কৃতিক উৎসব JIS Spirit 2026। এই উৎসবে JIS-এর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সৃজনশীলতা, সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরছেন।
‘Josh–Junoon–Jeet’ এই অনুপ্রেরণামূলক ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত JIS Spirit 2026 শিক্ষার্থীদের আত্মপ্রকাশের এক উজ্জ্বল মঞ্চ। সঙ্গীত, নৃত্য, নাটক, ফ্যাশন, সাহিত্য ও ভিজুয়াল আর্টস—বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা তাঁদের অসাধারণ প্রতিভার পরিচয় দিচ্ছেন। এই উৎসবের মাধ্যমে প্রমাণিত হয়, বৈচিত্র্যের মধ্যেই সৃজনশীলতার প্রকৃত বিকাশ ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য অতিথিবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—খ্যাতনামা ভারতীয় অভিনেতা শ্রী সব্যসাচী চক্রবর্তী, JIS গ্রুপের সর্দার তরণজিৎ সিং, MD, JIS Group, ড. (ডা.) অভিজিৎ সেনগুপ্ত, চেয়ারম্যান, JIS Samman, প্রফেসর (ড.) সৌরভ কুমার মিত্র, চেয়ারম্যান, JIS Spirit, প্রফেসর (ড.) শুভ্রাংশু দাস, প্রিন্সিপাল, নরুলা ইনস্টিটিউট অব টেকনোলজি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও ডিরেক্টরবৃন্দ।
JIS Spirit 2026 শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ঐক্য, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক সৌহার্দ্যের এক উদযাপন। প্রাণবন্ত পরিবেশনা ও সম্মিলিত প্রদর্শনের মাধ্যমে এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে শিল্পীসত্তার স্বাধীনতা, উদ্ভাবনী চিন্তা এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে JIS গ্রুপের ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং বলেন,
“JIS Spirit 2026 শিক্ষার্থীদের নিজেদের আবেগ ও প্রতিভা আবিষ্কারের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। দলগত কাজ, বৈচিত্র্য ও উৎকর্ষের মাধ্যমে আমরা সামগ্রিক মানবিক বিকাশে বিশ্বাসী। ‘One Stage, Many Colleges, Infinite Talent’—এই ভাবনাই JIS Spirit-এর মূল সুর।”
সমন্বিত দৃষ্টিভঙ্গি ও প্রাণবন্ত আয়োজনে JIS Spirit 2026 শিক্ষার্থীদের সম্মিলিত সৃজনশীল শক্তিকে উদযাপন করে এক নতুন মাইলফলক স্থাপন করতে চলেছে।